একি বললেন রানু দি-“অতিন্দ্র কিনা
চাকর!”
শেষে কিনা এই ফল। কিছু দিন আগে কিনা তার গান যেই মানুষটির জন্য
পুরো Social Media –তে Viral তাকে কিনা আজ এই
শুনতে হল। বাংলায় একটা কথা আছে –“যার জন্য যতই করোনা কেনো শেষে এটাই শুনতে হবে, কি
করেছো আমার জন্য”। আমি যদি আমার বলার থেকে বেশি বলে ফেলি ক্ষমা করে দেবেন। কিন্তু
শেষমেশ কখনই এরকম কিছু আশা করিনি তাই খারাপ তো লাগবেই। 😥
আজ Newz Bangla চ্যানেল এর একটি
সাক্ষাৎ কারে রানু মণ্ডলকে যখন জিজ্ঞেসা করা হল –“আজকে অতিন্দ্র এদের দৌলতে আপনি
এত অনুষ্ঠান বা যায়গায় যাচ্ছেন কীরকম লাগছে আপনার?” এর উত্তরে রানু দি বললেন- “অতিন্দ্র
ওদের দৌলতে নয় তিনি ভগবানের দৌলতে যাচ্ছেন, অতিন্দ্র ওরা হল ভগবানের চাকর”।
আচ্ছা মানলাম যা কিছুই বললেন কিছুটা হলেও সত্যি আছে কিন্তু
এভাবে বলাটা কি ঠিক হল আপনারাই ভেবে দেখুন। আমি রানু মণ্ডল এর Hater না। আমাদেরও
শুনতে ভালো লাগে এরকম জায়গা থেকে কেউ ১ মাসের মধ্যে এতো বড় একটা জায়গা বানিয়ে
নিলো।
এরপর রানু মণ্ডল –এর মেয়েকেও কিছু প্রশ্ন করা হল। ভিডিও তা
আপনারা নিজেরাই দেখুন।
Stay Tuned For More Updates
إرسال تعليق