আপনাকে যদি প্রশ্ন করা হয় পার্লামেন্ট কী?
আপনার মাথায় প্রথময়েই যেই জিনিস টা আসবে সেটা নিশ্চই রাজনীতি। কিন্তু আমি যদি আপনাদের বলি পার্লামেন্ট মানে পেঁচার দল আপনার কি মনে হবে!
আসলে হ্যাঁ। পেঁচাদের দলকে পার্লামেন্ট বলা হয় "A group of owls called a parliament" পেঁচাদের যে কোনো দল একসাথে ভ্রমণ করলে বা পেঁচারা দলবদ্ধ হয়ে একে অপরের মতো একইরকম আচরণ করতে থাকলে সেই দলকে A Parliament Of Owls বা পেঁচার সংসদ বলা হয়।
যদিও পেঁচাদের বেশির ভাগ সময় দলবদ্ধ ভাবে দেখা যায়না কারণ তারা একা থাকতে পছন্দ করে এবং তাদের কেবল তাদের সঙ্গি দের সাথেই দেখতে পাওয়া যায়।
Any group of owls seen to travel together or act in the same way as another is described as an owls ' parliament.
আপনাদের যদি এখনও বিশ্বাস না হয়ে থাকে তাহলে গুগলে গিয়ে Parliament Owls, A Parliament Of Owls সার্চ করে দেখতে পারেন।
إرسال تعليق